চাঁদপুরের হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী গুরুতর আহত হওয়ার ঘটনায় তাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া।
আহত ছাত্রীর নাম তানজিলা আক্তার (জুঁই) (১৩)। সে হাইমচর উপজেলার উত্তরা আলগী এলাকার বাসিন্দা আকবর হোসেন ভূঁইয়ার কন্যা এবং হাইমচর ফারুক ই আজম রাঃ আদর্শ দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জুঁইকে দেখতে যান এডভোকেট শাহজাহান মিয়া। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।
আহত জুঁইয়ের মা জানান, “গতকাল মাদ্রাসা থেকে ছুটি শেষে বাড়ি ফেরার পথে একটি অটোরিকশা পেছন থেকে ধাক্কা দিলে আমার মেয়ে রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। এখনো সে দাঁড়াতে পারছে না।”
এডভোকেট শাহজাহান মিয়া এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সড়কে চলাচলের ক্ষেত্রে আরও সচেতনতা ও শৃঙ্খলা জরুরি। তিনি আহত ছাত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এদিকে জুঁইয়ের বাবা সকলের কাছে তার মেয়ের দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া,
১৪ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur