কিশোরগঞ্জ–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, “জামায়াতকে ভোট দিলে আপনারা আমার মৃতদেহ পাবেন।”
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত কর্মী–সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ফজলুর রহমান বলেন, “আমাকে ‘ফজা পাগলা’ টাইটেল দিয়েছে স্বাধীনতা–বিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত। তাদেরকে যদি ভোট দেন, তাহলে আমার মৃতদেহ পাবেন। তাদেরকে ভোট দেবেন আপনারা? আমি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি।”
তিনি আরও বলেন, কয়েক দিন আগে তাকে কঠোরভাবে সমালোচনা করা হয়েছে। তিনি বলেন, “তারা যখন বলতে শুরু করল—৪৭ সালে মুক্তিযুদ্ধ হয়েছে, ২৪ সালে শেষ হয়েছে; একাত্তরে শুধু গন্ডগোল হয়েছিল—তখন তিন দিন অপেক্ষা করেছি। কেউ কথা বলেনি। আমার দলও নয়। তখন জীবন-মৃত্যুর ঝুঁকি নিয়ে বলেছি, মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ আছে, থাকবে। মুক্তিযুদ্ধ শেষ করে দিতে চাইলে রাজনৈতিক জবাব পেতে হবে।”
চাঁদপুর টাইমস ডেস্ক/
২৯ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur