চাঁদপুরে কখন কোথায় ঈদের জামাত

পবিত্র ঈদুল ফেতর আসন্ন । বৈশ্বিক করোনা পরিস্থিতিতে দেশের কোনো ঈদগাহে ঈদের জামাত হবে না। এর পরিবর্তে বিশেষ ব্যবস্থায় মসজিদেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মসজিদ কমিটির সিদ্ধান্ত মতে নামাজের টাইম-টেবিল নির্ধারণ করবে বলে ইফা চাঁদপুর জানিয়েছেন।

চাঁদপুরের বিভিন্ন মসজিদে এবার স্বাস্থ্য বিধি মেনে ও নিজকে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় জেলা সদরের মসজিদগুলোতে ঈদের জামাত ানুষ্ঠিত হচ্ছে্‌ । স্ব-স্ব কমিটির সদস্যগণ সভা করে ঈদের জামাত অনুষ্ঠানের সময় নির্ধারণ করবে। ইতোমধ্যেই কয়েকটি মসজিদের জামাতের সময়সূচি জানা গেছে ।

প্রাপ্ত তথ্যে মতে, চাঁদপুরের কালেক্টটরেট ও চৌধূরী,পুলিশ লাইনের প্রথম জামাত, সরকারি কলেজে জামে মসজিদে প্রথম জামাত, চেয়ারম্যান ঘাটা বাতুল আমান, বাবুর হাট জামে মসজিদে সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে ।

পুলিশ লাইন জামে মসজিদে ২য় জামাত হচ্ছে সকাল ৯ টায়, বেগম মসাজদে সকাল ৮.১৫ মি, চাঁদপুর সরকারি কলেজ মসজিদে ২য় জামাত সকাল ৮.৩০ মি, বাসস্ট্যান্ড গোর-এ-গরিবা মসজিদে ১ম জামাত ৭.৩০ মি,২য় জামাত ৮.১৫ মি, চিশতিয়া জামে মসজিদে প্রথম জামাত ৮.১৫ মি ও ২য় জামাত ৯.৩০ মি.অনুষ্ঠিত হবে।

মসুল্রিগণ প্রথমেই স্প্রে’র মাধ্যমে মসজিদের ভেতরে প্রবেশ করা,সাবান দিয়ে হাত ধৌত বা ওজু করে মসজিদে প্রবেশ করার ব্যবস্থা, সামাজিক দূরত্ব বজায় রেখে কাতারবন্দি হওয়া ও বাধ্যতামূলক মাক্স ব্যবহার করে মসজিদে প্রবেশ করার নির্দেশনা রয়েছে ।

ঐতিহাসিক হাজীগঞ্জ বড় জামে মসজিদে ৩টি জামাত হচ্ছে

চাঁদপুর জেলার সর্ববৃহৎ,প্রাচীন ও ঐতিহাসিক হাজীগঞ্জ বড় জামে মসজিদে এবার বিশেষ ব্যবস্থায় স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফেতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। এতে নেয়া হয়েছে ধর্মমন্ত্রণালয়ের নিদের্শিত বিশেষ ব্যবস্থাসমূহ ।

ফাইল ছবি

ঈদু ঐতিহাসিক হাজীগঞ্জ বড় জামে মসজিদেল ফিতরের নামাজ আদায়ে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে মসজিদ কমিটি। প্রথমটি হবে সকাল সাড়ে ৬ টায়, দ্বিতীয়টি হবে সকাল ৮ টায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে বেলা ১০ টায় । তা’ছাড়াও বিশেষ ট্রাফিক ব্যবস্থা, আইন-শৃংখলা রক্ষায় থানা পুলিশ ও স্বেচ্ছাসেবক থাকবে ।

চাঁদপুরের ঐতিহাসিক হাজীগঞ্জ বড় জামে মসজিদে বিশেষ ব্যবস্থাগ্রহণ সম্পর্কে মসজিদ ব্যবস্থাপনা কমিটির পক্ষে জানানো হয়,ধর্ম- মন্ত্রণালয়ের নির্দেশিত বর্তমান বৈশ্বিক করোনা সংকটের কারণে মাস্ক পরে ও স্বাস্খ্য সুরক্ষার বিধি মেনে মুসল্লিদের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে ।

আবদুল গনি , ১৩ মে ২০২১

Share