Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ৪৫ দিন জামাতে নামাজ আদায় করায় সাইকেল উপহার পেল ৮ কিশোর
জামাতে নামাজ, নামাজ

কচুয়ায় ৪৫ দিন জামাতে নামাজ আদায় করায় সাইকেল উপহার পেল ৮ কিশোর

চাঁদপুরে কচুয়ায় স্বপ্নচারী সমাজ সেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ৪৫ দিন জামাতের সাথে নামাজ আদায় করে সাইকেল উপহার পেল ৮ কিশোর। ২৬ ডিসেম্বর শনিবার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্বপ্নচারীর উত্থান কচুয়া পৌরসভা ০৭ নং ওয়ার্ডের ধামালুয়া গ্রামে।

১ নভেম্বর থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৪৫ দিনের এই প্রোগ্রামটি চালু করে স্বপ্নচারীর প্রধান সমন্বয়ক আল নোমান।

সাইকেল বিজয়ীরা হল সামিউল হাসান রাহাত (১০),আরাফাত(৯),আবু জাফর মোহাম্মদ সালেহ (১৫),তাহসান ইসলাম জনি(১৫),আব্দুল্লাহ(১৩),নাঈম(১৩) মেহেদি হাসান (১৬), সাকিব(১৩)।

জামাতে নামাজ, নামাজ

স্বপ্নচারী প্রধান সমন্বয়ক চাঁদপুর টাইমসকে জানান,‘করোনাকালীন সময় থেকে নিজ গ্রামকে করোনার প্রকোপ থেকে নিরাপদ রাখার জন্য ইতিমধ্যে প্রশংসিত হয়েছে ফাউন্ডেশনটি।যুব সমাজকে মাদক, টিজিং সহ বিভিন্ন অপ সংস্কৃতির হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে স্বপ্নচারী। তারই অংশ হিসেবে এই নামাজের প্রোগ্রামটি চালু করা হয়।সর্বশেষ তাদের ৪৫ দিনের নামাজের এই পোগ্রামটি সফল ভাবে সম্পন্ন করতে সক্ষম হয়।’

পুরস্কার বিজয়ীদেরকে তিন ভাগে ভাগ করা হয়। যারা ৪৫ দিন নামাজ পূর্ণ করে,তাদেরকে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়। যারা ৪০ থেকে ৪৪ দিন পূর্ণ করে তাদেরকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়। আর যারা ৩০ দিন থেকে ৩৯ দিন নামাজ পড়েছে,তাদেরকে ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়।

সেই হিসাবে ‘এ’ ক্যাটাগরিতে ৮ জন পুরস্কার বিজয়ী হয়েছে। তাদের হাতে সাইকেল তুলে দেন স্বপ্নচারীর উপদেষ্টামন্ডলী।
‘বি’ ক্যাটাগরির ৮ জন ও ‘সি’ ক্যাটাগরির ৭ জনকে শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম হিমুর সঞ্চালনায় অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

এসময় স্বপ্নচারীর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপ্নচারীর ভবিষ্যত কর্ম পরিকল্পনা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অতিথিদের মাঝে বক্তব্য রাখেন স্বপ্নচারীর উপদেষ্টাপর্ষদ।বক্তব্য রাখেন,চাদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ মিয়াজী,স্বপ্নচারীর গর্বিত উপদেষ্টা লক্ষীপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক প্রফেসর খোরশেদ আলম।জনপ্রতিনিধি কামাল হোসেন অন্তর,কাউন্সিলর ও প্যানেল মেয়র কচুয়া পৌরসভা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন স্বপ্নচারীর উপদেষ্টা কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শহীদুল্লাহ বি.কম স্যার।

প্রধান সমন্বয়ক আল নোমান জানান,টিম মেম্বারদের ত্যাগ,একাগ্রতা না থাকলে এক কাজ করা কখনই সম্ভব হতো না।তাই টিমের সভাপতি,সাধারণ সম্পাদক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্নচারীর সভাপতি তোফায়েল আহমেদ,সহ সভাপতি ফরিদ আহমেদ, মুশফিকুল হাসান নাঈম। সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম,যুগ্মসাধারণ সম্পাদক সালাহ উদ্দিন তুহিন, ফরহাদ হোসেন।সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, সজিব আহমেদ, জামশেদ সোহাগ। উপ-প্রচার সম্পাদক তাহসান জনি,অর্থ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম জুয়েল। ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, মেহেদী হাসান।শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইব্রাহিম হিমু, ইয়াসিন আহমেদ হিমেল।পরিবেশ বিষয়ক সম্পাদক ফাহিম। ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন।উপ ক্রীড়াবিষয়ক সম্পাদক আবু সালাম, জনি,আরিফ, তানভীর, বশির উল্লাহ। সহ সম্পাদক মোজাম্মেল হোসেন, হাবিব সহ স্বপ্নচারীর অন্যান্য সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষী।

অতিথিরা তাদের বক্তব্যে এই সুন্দর উদ্দ্যেশকে সাধুবাদ জানায় এবং কিভাবে গ্রামে শিক্ষার হারকে বাড়ানো যায় তার দিক নির্দেশনা প্রদান করে স্বপ্নচারী টিমকে।সেই সাথে আগামি সকল কাজে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয় স্বপ্নচারীকে।পরিশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়।

স্টাফ করেসপন্ডেট,৩০ ডিসেম্বর ২০২০