Home / চাঁদপুর / জাপানে ২৩তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে অংশ নিচ্ছে
জাপানে ২৩তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে অংশ নিচ্ছে
জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সাথে জাপানে বিশ্ব স্কাউট জাম্বুরীতে অংশ নেয়া চাঁদপুরের ২ রোভার স্কাউটসহ অন্যরা।

জাপানে ২৩তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে অংশ নিচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট :      আপডেট   ১০:১১ অপরাহ্ন,  মঙ্গলবার ২১ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

জাপানে ২৩তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে অংশ নিচ্ছে চাঁদপুরের ২ রোভার স্কাউট। এরা হলেন চাঁদপুর শহীদ জাভেদ মুক্ত স্কাউটসের রোভার মেট মো. শাহরিয়ার খান ও হাজীগঞ্জ মডেল কলেজের মো. মেহেদী হাসান।

আগামী ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত জাপানের কিরারা-হামা, ইয়ামাগুচি প্রিফেকচার নামক স্থানে ১০ দিনব্যাপী এ জাম্বুরী অনুষ্ঠিত হবে।

জাম্বুরীতে অংশ নেওয়া দু’ রোভার স্কাউট মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল ও জেলা রোভার স্কাউটস কমিশনার এম এ মতিন মিয়ার সাথে তারা সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা রোভার স্কাউসরে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ আক্তারুজ্জামান খোকা। বিশ্ব স্কাউটস্ এ অংশ নেয়া দু’ রোভার স্কাউট সাফল্যের সাথে যেনো তাদের প্রশিক্ষণ শেষ করে দেশে ফিরে আসতে পারে এ জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তারা।

 

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি