Home / চাঁদপুর / জানুয়ারির মধ্যে আমরা ১শ কোটি টাকার মাইলফলক ছুঁতে যাচ্ছি: পৌর মেয়র
জানুয়ারির

জানুয়ারির মধ্যে আমরা ১শ কোটি টাকার মাইলফলক ছুঁতে যাচ্ছি: পৌর মেয়র

চাঁদপুর পৌর কর্মচারী সংসদের কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর শনিবার পৌর কর্মচারী সংসদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নতুন কার্যকরী পরিষদের নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। এসময় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র বলেন, আমরা ইতিবাচক কাজ শুরু করেছি। এ মাসে ২০ কোটি টাকার টেন্ডার হচ্ছে। ইতোমধ্যে ৭০ কোটি টাকার কাজ সম্পন্ন করেছি। জানুয়ারীর মধ্যে আমরা ১শ কোটি টাকার মাইলফলক ছুঁতে যাচ্ছি। আমরা সত্য ও উন্নয়নের পথে আছি। এই পাঁচ বছর মেয়াদে আমি আমার নির্বাচনী ইশতেহার সম্পন্ন করতে চাই। আগামী নির্বাচনে আপনাদেরকে সাথে নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করে নতুন ইশতেহার দিবো। চাঁদপুর পৌরসভাটা আমাদের সবার। যে যেভাবেই থাকুক না কেন, সবাইতো পৌরসভার অংশ। আমাদের আরো দু’বছর আছে এই পরিষদের মেয়াদ। আমি আশা করছি যে ওয়াদা করেছি সেই ওয়াদা পুরুন করতে পারবো।

তিনি বলেন, আগামীতে যদি আসি তাহলে নতুন ওয়াদা নিয়ে আসবো। সামনে আমরা কিছু দৃশ্যমান কাজ হাতে নিয়ছি।এসব কাজ সম্পূর্ণ করার জন্য আপনাদের সহযোগিতা চাই।আপনাদের মনেরাখতে হবে পৌর বাসীর ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। আপনারা কিন্তু মানুষকে সরাসরি সেবা প্রদানের সাথে জড়িত।যারা দাপ্তরিক প্রধান তাদের অনেকেই কিন্তু সরাসরি সেবা প্রদানের সাথে জাড়িত নন। পৌরবাসী যাতে সঠিক সেবা পায় সেটি আপনাদের নিশ্চিত করতে হবে। কারন পৌরবাসী হচ্ছে পৌরসভার প্রান। তাদের অসম্মান করা মানে পৌরসভাকে অসম্মান করা। আবার আপনারাও অসম্মানিত হন সেটিও আমরা চাইনা।আমরা সবাই মিলে চেষ্টা করলে চাঁদপুর পৌরসভার উজ্জল ভাবমূর্তি তুলে ধরতে পারবো।

পৌর মেয়র আরো বলেন, কাজের বাইরে আপনিওতো পৌরসভার নাগরিক। আপনার বাবা ভাই বোন সবাই পৌরসভার নাগরিক। কাজেই নাগরিকদের সেবা নিশ্চিত করলে আপনার পরিবারও সঠিক সেবা পাবে।মনেরাখবেন পৌরবাসী কোন অবস্থাতেই যেন হয়রানির শিকার না হয়।আপনারা ভালো কাজ করলে আমাকে দিয়েও ভালো কাজ আপনারা আদায় করিয়ে নিতে পারবেন। কারন আমরা ভালো কিছু করে যেতে চাই। আমরা এমন কাজ করে যেতে চাই যাতে পৌরবাসী আগামী নির্বাচনে আমাদের কর্ম দেখে ভোট দেয়।

এদিন শপথ নেন নব-নির্বাচিত সভাপতি মোঃ মফিজউদ্দীন হাওলাদার, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান (মানিক),সাধারণ সম্পাদক আবদুল বাতেন মিয়াজী, যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারজানা পারভীন (লাকী), কোষাধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক এমদাদ হোসেন মিলন, সাহিত্য ও সাংস্কৃতিক রফি রাসেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন,ক্রীড়া সম্পাদক মোঃ নজিবুল হক খান সেলিম , দপ্তর সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক মোঃওমর ফারুক, মহিলা সম্পাদিকা নুরুন্নাহার আক্তার, সহ মহিলা সম্পাদিকা- মনিরুন নাহার (হীরা) কার্যকরী সদস্য – শাহাজাদী হেপী, আঃ কাদের মিয়া, মোঃ শাহাদাৎ হোসেন, আঃ কাদির গাজী ও শরিফ হোসেন ভূইয়া।

চাঁদপুর পৌর কর্মচারী সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর সচিব আবুল কালাম ভূইয়া,পৌর কর্মচারী সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কাউন্সিলর সোহেল রানা, হাবিবুর রহমান।

পৌর কর্মচারী সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব চন্দ্র নাথ ঘোষের পরিচালনায় বক্তব্য রাখেন,হাজীগঞ্জ পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন মিয়াজী, পৌর কর্মচারী সংসদের সাবেক সভাপতি মফিজউদ্দীন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক আবদুল বাতেন মিয়াজী, সহ-সভাপতি মনিরুজ্জামান মানিক, পৌর কর্মচারী সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অধ্যক্ষ ওমর ফারুক, পৌর সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদিকা পারজানা পারভীন ( লাকী) সদস্য আবুল খায়ের নূরু, পৌর কর্মচারী সংসদের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেন, সাবেক সহ-সভাপতি সোরাইয়া শারমিন, হাফেজ মাহমুদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাহানারা নারগিছ,পীর মহসিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা বেগম, পৌর কর্মচারী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, সাবেক প্রচার সম্পাদক বাবু গোপাল বনিক,সাবেক সহ-সাধারন সম্পাদক আব্দুল কাদের খান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১১ নভেম্বর ২০২৩