মাশরাফি বিন মুর্তজার টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেয়া নিয়ে ফেসবুক ‘কাঁদছে’।
জাতীয় দলের একাধিক সতীর্থ বিষয়টি নিয় ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছেন। মাশরাফির প্রিয়ভাজন পেসার তাসকিন আহমেদ তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
সেখানে মাশরাফির সঙ্গে নিজের একটি ছবি দিয়ে তাসকিন লেখেন, ‘জানিনা আর কতদিন এই হাতটা খেলার মাঠে আমার কাঁধে পাবো…..।
জাতীয় দলের অভিষেক হওয়ার আগে থেকেই আপনি আমার আইডল…। আর গত তিন বছর ধরে একজন অভিভাবকের থেকেও অনেক বেশি কিছু …। সব সমস্যার সমাধক হিসেবেও বার বার আপনাকেই জালাবো ১০০% সিওর…।
ভাইয়া জীবনে যাদেরকে অফুরন্ত ভালবাসি এবং যাদেরকে মানি তার মধ্যে আপনি অন্যতম …।
অনেক কিছু নেওয়ার বাকি আছে আপনার কাছে থেকে.. শিখার আশার অপেক্ষায় থাকলাম …।
নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৪: ৩৩ পিএম, ৫ এপ্রিল ২০১৭, বুধবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur