Home / জাতীয় / আজ জাতীয় পাট দিবস
jute ..

আজ জাতীয় পাট দিবস

রবিবার জাতীয় পাট দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। ‘সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার দিবসটি পালিত হচ্ছে।

এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী প্রদান করেছেন।

জাতীয় পাট দিবসে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রফতানি বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য ১১টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে সরকার। পাটখাত উন্নয়নে গবেষণা কার্যক্রম,পাটবীজ আমদানিতে নির্ভরশীলতা হ্রাস,পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন,প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদনও রফতানির মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখার জন্য এই পুরস্কার দেওয়া হবে।

এ ছাড়াও রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি সংলগ্ন জেপিডিসি চত্বরে তিনদিনব্যাপি বহুমুখী পাট পণ্য প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হচ্ছে।

৬ মার্চ ২০২২,
এজি