রবিবার জাতীয় পাট দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। ‘সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার দিবসটি পালিত হচ্ছে।
এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী প্রদান করেছেন।
জাতীয় পাট দিবসে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রফতানি বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য ১১টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে সরকার। পাটখাত উন্নয়নে গবেষণা কার্যক্রম,পাটবীজ আমদানিতে নির্ভরশীলতা হ্রাস,পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন,প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদনও রফতানির মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখার জন্য এই পুরস্কার দেওয়া হবে।
এ ছাড়াও রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি সংলগ্ন জেপিডিসি চত্বরে তিনদিনব্যাপি বহুমুখী পাট পণ্য প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হচ্ছে।
৬ মার্চ ২০২২,
এজি
One comment
Pingback: আজ জাতীয় পাট দিবস – Chandpur Times – Bangla – Restaurant Blog