চাঁদপুরে জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোটের মানববন্ধন

খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে অর্ধশতাধিক হিন্দু পরিবারের উপর হামলা, মন্দির, প্রতিমা, দোকানপাট, ঘরবাড়ি ভাংচুর, লুটপাটের প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোট চাঁদপুর জেলা শাখা।

১৩ আগস্ট শুক্রবার সকালে চাঁদপুর শহরের শপথচত্বরে জাতীয় হিন্দু মহাজোটের দু’টি সহযোগী সংগঠন এক ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে একই সাথে সাভারের অধ্যক্ষ মিন্টু চন্দ্র মন্ডলের নৃশংস হত্যার প্রতিবাদ এবং সরকারি বাজেট ৩ হাজার কোটি টাকা বরাদ্ধের দাবি জানানো হয়।

বক্তারা বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার রাষ্ট্র। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের একটি স্বাধীন ভূখণ্ড এনে দিয়েছেন। কিন্তু স্বাধীনতার এতো বছর পরেও এদেশের সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতিত নিপীড়িত হয়ে আসছে। সম্প্রতি খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামের ঘটনা নতুন নয়। এমন আগেও ঘটেছে, বর্তমানেও ঘটছে। আমরা সরকারের কাছে দাবী করছি, যাতে করে সম্প্রীতি বিনষ্টকারীদের খুজে বের করে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়।

বক্তারা আরো বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, বাংলাদেশ আমার আপনার। আমরা সবাই এখানে মিলেমিশে বসবাস করবো। আমাদের ধর্ম আলাদা হতে পারে কিন্তু বাংলাদেশী এবং মানুষ হিসেবে আমরা এক এবং অভিন্ন। তাই আমাদের সম্প্রীতির বন্ধন যেন, কোন দুঃখ চক্র নস্যাৎ করতে না পারে। সেদিকে আপনারা নজর রাখবেন। আমরা বিশ্বাস করি, প্রকৃত মুসলমারা কখনোই অন্য ধর্মের মানুষের ক্ষতি করে না।

মানববন্ধনে উল্লেখিত বিষয়ে সরকারের দৃষ্টি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট চাঁদপুর জেলা শাখার সভাপতি শিবু চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রাজিব দাস, সিনিয়র সহ-সভাপতি কিশোর সিংহ রায়, মন্টু দাস, যুগ্ম-সম্পাদক সম্রাট পাল, অলক দাস, সাংগঠনিক সম্পাদক বাসুদেব দাস, মহিলা বিষয়ক সম্পাদিকা তপতি কর, সহকারি মহিলা সম্পাদিকা অনু দে, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র জোটের সভাপতি উত্তম চন্দ্র দাস, সহ-সম্পাদক রাহুল মজুমদার,
সাংগঠনিক সম্পাদক অজিত দেবনাথ, আইন বিষয়ক সম্পাদক প্রদীপ দেবনাথসহ দুটি সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতৃবৃন্দ ও সাধারণ হিন্দু যুবক-ছাত্ররা।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৩ আগস্ট ২০২১

Share