চাঁদপুর

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনাসভা

সমাজে প্রতিটি মানুষের উচিত খাবারের পূবেই ভালো করে হাত ধোয়া : জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে চাঁদপুরে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, সমাজে প্রতিটি মানুষের উচিৎ কাজের পূবেই ভালো করে হাত ধুয়ে কাজ করা। স্যানিটেশন মাস গুরুত্বপূর্ণ একটি মাস আগামি জুন-জুলাইয়ের মধ্যে শতভাগ ল্যাট্রিন নিশ্চিত করে। এই জেলার প্রতিটি এলাকায় পাড়ামহল্লায় ১০০ ভাগ ল্যাট্রিন নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বীর মুক্তিযুদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর কবির চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, জেলা ভারপ্রাপ্ত তথ্য অফিসার নুরুল হক।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা আরিচুর রহমান, ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তাসহ অতিথিবৃন্দ।

আনোয়ারুল হক

 

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ১০:৫৩ পিএম,২৭ অক্টোবর ২০১৫, মঙ্গলবার

 এমআরআর

Share