Home / উপজেলা সংবাদ / হাইমচর / ৪৬তম জাতীয় স্কুল মাদরাসার ক্রীড়া প্রতিযোগিতা
Haimchor-logo

৪৬তম জাতীয় স্কুল মাদরাসার ক্রীড়া প্রতিযোগিতা

চাঁদপুরের হাইমচর উপজেলায় বাংলাদেশ জাতীয় স্কুল মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ২৯ ডিসেম্বর বেলা ১টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম কবির বলেন, হাইমচর উপজেলা একটি প্রত্যন্ত অঞ্চল। খেলাধুলার মাধ্যমে এ অঞ্চল থেকে খেলোয়াড় তৈরি হয়ে হাইমচরকে সারাদেশে পরিচিত করে তুলবে। আমরা উপজেলা প্রশাসন হতে খেলাধুলার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছি। ইতোমধ্যে উপজেলার সবকটি স্কুল মাদরাসায় ক্রীড়া সামগ্রী বিতরণ করেছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহ মো. এমরানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এমএ মান্নান, নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, আল-আমিন মহিলা মাদরাসার সুপার মো. হাফিজুর রহমান।

প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট খেলায় বালক এ চ্যাম্পিয়ন হয়েছে গন্ডামারা উচ্চ বিদ্যালয় রানার্স আপ নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয়।

ক্রিকেট বালিকা চ্যাম্পিয়ন হয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রানার্সআপ হয়েছে মোয়াজ্জম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়।

ক্রিকেট, ব্যাটমিন্টন, দৌড়, উচ্চ লাপ, দীর্ঘ লাপ, গোলক নিক্ষেপ, চাক্কি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে স্কুল মাদরাসার ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

প্রতিবেদক- বিএম ইসমাইল ।। আপডটে,বাংলাদশে সময় ৯ : ৫৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply