চাঁদপুর

চাঁদপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২ জানুয়ারি শনিবার চাঁদপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও সমাজসেবা অধিদফতর” শীর্ষক আলোচনা সভা ও ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপারেশন) আব্দুর রহিম ,চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী।

সমাজসেবা অধিদফতর এর বিভিন্ন পর্যায়ের সেবাগ্রহীতাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা/ কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শহর সমাজসেবা কার্যক্রম এর আওতায় ৬২ জন ব্যক্তিকে সর্বমোট ১২ লক্ষ টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণের চেক হস্তান্তর করা হয়।

প্রতিবেদক:আনোয়ারুল হক,২ জানুয়ারি ২০২১

Share