Home / আন্তর্জাতিক / প্রবাস / প্রবাসে থেকে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা
Vote
ফাইল ছবি

প্রবাসে থেকে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে থাকা বাংলাদেশিরা পোস্টাল ভোটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি ফোনে জানিয়েছেন, ‘যে সকল প্রবাসী ইতোমধ্যে ভোটার হয়েছেন, তারা চাইলে প্রবাসে থেকেও তাদের পছন্দের ব্যক্তি বা প্রতীকে ভোট প্রয়োগ করতে পারবেন। সে ক্ষেত্রে প্রবাসী ভোটারদেরকে তাদের নিজ নিজ এলাকার রিটার্নিং অফিসার অথবা জেলা প্রশাসকের কাছে ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে পোস্টাল ব্যালটের জন্য আবেদন করতে হবে।

সংশ্লিষ্ট অফিসার তখন আবেদন পত্রে উল্লেখিত ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠিয়ে দেবেন। নির্বাচনের আগে ভোটার তার পছন্দের ব্যক্তি বা প্রতীকে ভোট দিয়ে তা আবার নিজ এলাকার রিটার্নিং অফিসার বা জেলা প্রশাসকের কাছে পাঠাতে হবে।’

তিনি আরো বলেন, ‘পুরো প্রক্রিয়াটা সময় সাপেক্ষ, যেহেতু একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে, তাই প্রবাসীদের মধ্যে যারা ভোট দিতে ইচ্ছুক তাদের এখনই উদ্যোগ নিয়ে নিজ এলাকার রিটার্নিং অফিসার বা জেলা প্রশাসকের কাছে পোস্টাল ব্যালট চেয়ে দ্রুত আবেদন করতে হবে।’

এ বিষয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফা‌য়েল ইসলাম জানান, ‘জেলার কোনও প্রবাসী ভোটার পোস্টাল ব্যাল‌টের জন্য অা‌বেদন কর‌লে ব্যবস্থা নে‌ওয়া হবে।’

উল্লেখ্য, প্রবাসে থাকা প্রায় এক কোটি বাংলাদেশি ভোটাধিকার থেকে বঞ্চিত। পৃথিবীর প্রায় ১২০টি দেশ প্রবাসে থাকা তাদের নাগরিকদের জন্য ব্যবস্থা করে রেখেছে। কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশন বেশ কয়েকবার উদ্যোগ নিয়ে এখনও প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদান কিংবা ভোটাধিকার দিতে পারেনি। শুধুমাত্র যে সকল প্রবাসী দেশে গিয়ে ভোটার হয়েছেন তারাই পোস্টাল ভোটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

বার্তা কক্ষ
২১ নভেম্বর, ২০১৮

Leave a Reply