চাঁদপুর

জাতীয় শোক দিবস পালনে চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্রস্তুতিসভা

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে প্রস্তুতিমূলক সভা সোমবার (৮ আগস্ট) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ সভাপতির বক্তব্যে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না হলে, বাংলাদেশ সৃষ্টি হতো না। ব্রিটিশদের হাত থেকে আমরা রক্ষা পেলেও পাকিস্তান শাসন ও শোষণে হাত থেকে আমরা মুক্তি পাইনি। বঙ্গবন্ধু ঘুমন্ত বাঙালিকে জাগ্রত করে মহান মুক্তিযোদ্ধের জন্য প্রস্তুত করে ছিলেন। যার ফলে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে লক্ষ প্রাণ ও মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ নামে একটি ভূখন্ড পেয়েছি। বঙ্গবন্ধু শুধুমাত্র স্বাধীনতার জন্যই দেশ স্বাধীন করেননি। তিনি চেয়েছিলেন সুখি-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ।’

তিনি বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে স্বাধীনতা পরাজীত শক্তিরা যে ষড়যন্ত্র শুরু করেছিলো, তা আজও বন্ধ হয়নি। এখনো তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে নানা রকম চক্রান্ত করে যাচ্ছে। কিন্তু সকল ষড়যন্ত্রকে পদধুলিত করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রগতিকে থামিয়ে দিতেই জামায়াত, বিএনপি ইসলামের নামে জঙ্গি হামলা চালিয়ে মানুষ হত্যা করছে। এ ব্যাপারে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসলামে জঙ্গিবাদের ঠাঁই নেই। যারা ধর্মের নামে মানুষ হত্যা করে তারা ইসলামের শত্রু, জাতীর শত্রু। এদেরকে প্রতিরোধ করতে স্বাধীনতার স্বপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হবে।’

তিনি আরো বলেন, ‘আগামী ১৫ আগস্ট ইতিহাসের মহা নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী। ১৫ আগস্টের জাতীয় শোক দিবস চাঁদপুরে যাথযোগ্য মর্যাদায় পালন করতে দলীয় সকল নেতৃবৃন্দকে আহ্বান করছি। পাশাপাশি যেহুতু এটি একটি জাতীয় দিবস সেহুতু সরকারি সকল কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য নেতা কর্মীদের আহ্বান করছি।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা আবদুর রশিদ সর্দার, সাবেক সহ-সভাপতি আলাহজ্ব মো. ইউসুফ গাজী, আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, অ্যাড. মুজিবুর রহমান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামছুল হক মন্টু পাটওয়ারী, মো. তাফাজ্জল হোসেন (এসডু) পাটওয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

About The Author

প্রতিবেদক- শরীফুল ইসলাম

: আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ পিএম, ৮ আগস্ট ২০১৬, সোমবার
ডিএইচ

Share