আগামি ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা মঙ্গলবার (০২ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন জেল প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।
তিনি বলেন, ‘আগস্ট মাস শোকের মাস। আমরা প্রশাসনের পক্ষ থেকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথভাবে পালন করবো। সে জন্য সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। এ সময়ে কোনো কর্মকর্তা ছুটিতে থাকতে পারবে না।’
তিনি আরো বলেন, ‘চাঁদপুরে ভাল মানুষদের পাশাপাশি কিছু কুলাঙ্গারও রয়েছে। সে দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। বঙ্গবন্ধুর হত্যাকারী একজন চাঁদপুরে রয়েছে। তার বিচার কতটুকু কার্যকর হয়েছে তা সাংবাদিকদের লেখনির মাধ্যমে তুলে ধরতে তিনি অনুরোধ জানান।’
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবুল হাইয়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার শামসুন্নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহদাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম চিশতী, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা উদয়ন দেওয়ান, স্বাধীনতা প্রদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী।
এ সময় প্রশাসনসহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাজহারুল ইসলাম অনিক : আপডেট, বাংলাদেশ সময় ০৫:০২ পিএম, ২ আগস্ট ২০১৬, মঙ্গলবার
ডিএইচ