জাতীয় শোক দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগস্ট সোমাবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আবু সালেহ্ মোহাম্মদ আব্দুল্লার উপস্থাপনায় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন, নৌ-পুলিশ সুপার সুভ্রত কুমার হালদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জাান, স্বাধীনতা পুরুস্কার প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাকের সভাপতি বিএম হান্নান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ওচমান গণি পাটোয়ারী, যুগ্ম সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শহরের মুক্তযোদ্ধা সড়কের অঙ্গিকার ভাস্কর্যের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে মাল্যদান এবং শোক র্যালি বের করা হয়।
এসব কর্মসূচিতে জেলা সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]প্রতিবেদক- আশিক বিন রহিম[/author] : আপডেট, বাংলাদেশ সময় ১২:৪০ পিএম, ১৫ আগস্ট ২০১৬, সোমবারডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur