চাঁদপুর

জাতীয় শিশু পুরস্কারে কবিতা আবৃত্তিতে শ্রেষ্ঠ চাঁদপুরের আরিশা

বাংলাদেশ শিশু একাডেমী কতৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হয়েছে চাঁদপুরের আরিশা আদ্রিয়ান সোহা। মঙ্গলবার (২৯ জানুয়ারি ) চট্টগ্রাম শিশু একাডেমিতে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

আরিশা বিভাগীয় পর্যায়ে কবিতা আবৃতিতে শ্রেষ্ঠ হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহনের সুযোগ পেলো। এর আগে সে উপজেলা ও জেলা পর্যায়ে অংশগ্রহন করে শ্রেষ্ঠ হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহন করে।

আরিশা চাঁদপুর আজিমিয়া সরাকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির মেধাবি ছাত্রী ও বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসিনা খাতুনের নাতনি। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় সে তার মা, বাবা, নানু ও তার বিদ্যালয়ের সকল শিক্ষককে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আগামীতে আরো ভালো ফলাফল করার জন্যে সকলের কাছে দোয়া কামনা করছেন।

প্রতিবেদক:আশিক বিন রহিম
২৯ জানুয়ারি,২০১৯

Share