জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতলব উত্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মৎস্য দপ্তরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তৃতা দেন সিনি: মৎস্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন। ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের গ্রহীত কর্মসূচি বর্ণনা করেন তিনি।
একই সঙ্গে এসব কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ বক্তব্যে বলেন, এ উপজেলায় অনেক খাল, ডোবা ও পরিত্যাক্ত পুকুর রয়েছে। এসব খাল ও পুকুরে মাছ চাষ করলে বেকারত্ব যেমন দূর হবে, তেমনি দেশে মৎস্য সমৃদ্ধশালী হবে।
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ, সিনিয়র সাংবাদিক মো. খান মোহাম্মদ কামাল, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক জাকির হোসেন বাদশা, দপ্তর সম্পাদক আরাফাত আল-আমিন, অর্থ সম্পাদক বাবুল মুফতী, সদস্য আতিকুর রহমান দুলার, মমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
খান মোহাম্মদ কামাল
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৮ পিএম, ১৮ জুলাই ২০১৭, মঙ্গলবার
ডিএইচ