জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে সোমবার( ৭ নভেম্বর) বিকাল ৪টায় আলগী বাজার আদর্শ শিশু নিকেতন জুনিয়র হাই স্কুল মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
বক্তারা বলেন, ‘গণতন্ত্র উদ্ধারে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়াউর রহমান যেভাবে মুক্ত করে বাংলার মাটিতে গণতন্ত্র উদ্ধারে কাজ করেছিল।’
উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিকের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান শেখ, মো. বিল্লাল হোসেন, প্রভাষক হারুন অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল।
সহ-সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হাওলাদার, দপ্তর সম্পাদক জিএম ফজলুর রহমান, উপজেলা যুবদল আহবায়ক মো. আজিজুল হক বাবুল, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির মাঝি, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আ.মান্নান আখন প্রমুখ।
নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৬ : ২১ পিএম, ৭ নভেম্বর ২০১৬, সোমবার
এইউ