Home / চাঁদপুর / চাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মিলাদ ও আলোচনা সভা
জাতীয় বিপ্লব

চাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মিলাদ ও আলোচনা সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিলাদ ও আলোচনা সভার আয়োজন করেছে চাঁদপুর জেলা বিএনপি।

৭ নভেম্বর শনিবার সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিম উল্ল্যাহ সেলিম।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, দেওয়ান শফিকুজ্জামান, কাজী গোলাম মোস্তফা, আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খান, অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. অ্যাড. শামছুল হক মন্টু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা আইনজীবি ফোরামের সভাপতি অ্যাড. ফেরদৌস মাহমুদ শাহিন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, জেলা মৎস্যজীবি দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ আন্দোলন সংগ্রামে নিহত সকল রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ১৯৭৫ সালে সিপাহী জনতা গনতন্ত্র পূনঃ উদ্ধারে ঐক্যবদ্ধ হয়েছিল। আজ সেই ঐতিহাসিক ৭ নভেম্বর। গনতন্ত্র পুনঃউদ্ধার করে জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনাই হলো আমাদের মূল উদ্দেশ্য। সকল আন্দোলন সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে। সারা বাংলাদেশ আজ ভোট ও ভাতের অধিকার থেকে বঞ্চিত। আমরা গনতন্ত্র কে মুক্ত করবো, দেশের মানুষ কে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, ৭ নভেম্বর ২০২০