জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় বিতরণ বিভাগ বিউবোর কার্যালয় থেকে এক র্যালিটি বের করা হয়।এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
সভাপতিত্ব করেন বিদ্যুৎ শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামন, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন, জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী প্রমুখ।
নিউজ ডেস্ক || আপডেট: ০৫:০৫ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur