বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব ১৮ ফুটবল দলের প্রশিক্ষই ক্যাম্পে চাঁদপুর ফুটবল একাডেমির ৪ ফুটবলারের অংশ গ্রহণ।
শনিবার (১৭ জুন) থেকে প্রশিক্ষণে অংশ নিয়েছে চাঁদপুরের ৪ ফুটবলার।
প্রশিক্ষণের অংশ নেয় খেলোয়াররা হলেন, চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকার সবুজ, কোড়ালিয়ার ছাব্বির, বড়স্টেশন হরিজন কলোনীর সুব্রত দাস ও মতলবের মো. জুবায়ের।
শুক্রবার রাতে খেলায় অংশ গ্রহণ করার জন্য ঢাকার উদ্দেশ্য চাঁদপুর লঞ্চ ঘাট ত্যাগ করেন চাঁদপুর ফুটবল একাডেমির ৪ ফুটবলার।
চাঁদপুর ফুটবল একাডেমির সভাপতি নুর হোসেন নুরু ও সাধারণ সম্পাদক তাইজউদ্দিন বকাউল জানান, যারা ফুটবলের সুযোগ পেয়েছেন তারা আমাদের একাডেমির ফুটবলার। তাদেরকে ক্লাবের প্রতিষ্ঠাতা পুলিশ সুপার শামছুন্নাহার, প্রধান পৃষ্টপোষক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন, মোহাম্মদ আলী জিন্নাহ ও জেলার ক্রীড়া সংস্থার সহযোগিতায় তাদেরকে বেশ ক’বছর ধরে আমাদের এ একাডেমিতে অনুশীলন করে যাচ্ছি। আমরা আমাদের একাডেমির খেলোয়াড়দের নিয়ে এবার ঢাকা পাইওনিয়ার ফুটবল লীগে অংশ নিয়েছি। আশা করি আমাদের আরো বেশ ক’জন খেলোয়ার ঢাকাতে খেলার সুযোগ পাবে
প্রসঙ্গত, জাতীয় অনুর্ধ্ব ১৮ ফুটবল দলে সুযোগ পাওয়া এ ক্ষুদ্রে ফুটবলারা এবার ঢাকায় পাইওনিয়ার ফুটবল লীগে চাঁদপুর ফুটবল একাডেমির হয়ে খেলায় অংশ নেন। খেলতে গিয়ে বাফুফের কর্মকতাদের নজরে পড়েন এ ৪ ফুটবলার। ঢাকাতে অংশ নেয়া ফুটবলাররা যেনো প্রশিক্ষণে টিকে থাকতে পারে এ জন্য সকলের দোয়া চেয়েছেন।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ৯ : ০৪ পিএম, ১৭ জুন ২০১৭, শনিবার
এইউ