চাঁদপুর

চাঁদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চাঁদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।

এ উপলক্ষে ২৪ এপ্রিল শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যবিধি মেনে ফিতা কেটে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাজেদা পলিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সাহনাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।

প্রতিবেদক:আশিক বিন রহিম,২৪ এপ্রিল ২০২১

Share