জাতীয়

জাতীয় পরিচয়পত্র সংশোধনের মেয়াদ বৃদ্ধি

নিউজ ডেস্ক:

স্মার্টকার্ড দেয়ার আগে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)সংশোধনের জন্য আরো এক মাস সময় দেয়া হয়েছে। বৃহস্পতিবার সব উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারির জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি )।

ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, স্মার্টকার্ড জাতীয় পরিচয়পত্র ইস্যু করার আগে এনআইডি সংশোধন বিষয়ে ইসি সিদ্ধান্ত নিয়েছে, আগামী ৩১ অক্টোবরের মধ্যে নাগরিকরা সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদন করবেন। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবেন।

আবেদন পাওয়ার সাত দিনের মধ্যে এ বিষয়ে মতামত-সুপারিশসহ তা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠাতে নির্দেশও দিয়েছে ইসি।

বর্তমানে ৯ কোটি ৬২ লাখের বেশি ভোটার রয়েছে। এর মধ্যে অর্ধ কোটির কাছে জাতীয় পরিচয়পত্র নেই। যাদের হাতে জাতীয় পরিচয়পত্র নেই তাদের জন্য ‘সাময়িক এনআইডি’র ব্যবস্থা করেছে ইসি।

গত আগস্ট মাসে এনআইডি সংশোধনের জন্য এক দফা সুযোগ দেয়া হয়। বিনামূল্যে সংশোধন ও ডুপ্লিকেট জাতীয় পরিচয়পত্র সংগ্রহের সুযোগ শেষে ১ সেপ্টেম্বর থেকে ফি কার্যকর হয়।

ইসি কর্মকর্তারা জানান, নির্ভুল স্মার্টকার্ড দেয়ার সুবিধার্থে এবার আরো এক মাস সময় বাড়ানো হলো। নির্ধারিত ফি দিয়ে ভোটারকে সংশ্লিষ্ট উপজেলায় সংশোধনের আবেদন করতে হবে।

Share