জাতীয় পতাকা অবমাননা দায়ে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগরে ইন্সুরেন্স কর্মকর্তাকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান মোল্লা, ইন্সুরেন্স কর্মকর্তা মো. মাইন উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
স্থানীয়রা জানান, হাজিরহাট বাজারে প্রগতি লাইফ ইন্সুরেন্স কোং লিমিটেডের অফিসে একটি লাঠির সঙ্গে জাতীয় পতাকা বেঁধে নিচের দিকে ঝুলিয়ে রাখে।
উপজেলা নির্বাহী অফিসার ওই পথে যাওয়ার সময় তার নজরে আসলে তিনি ওই অফিসে অভিযান চালান। পরে তারা অপরাধের কথা স্বীকার করলে ম্যাজিস্ট্রেট নগদ ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
মাইন উদ্দিন প্রগতি লাইফ ইন্সুরেন্স কোং লিমিটেড কমলনগর উপজেলা শাখার ইনচার্জ ।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৬:৩০ পিএম, ৮ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur