চাঁদপুর

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

‘সাবধানে চালাবো গাড়ি-নিরাপদে ফিরবো বাড়ি’ এ প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) আয়েশা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, বিআরটিএর চাঁদপুর সার্কেল শেখ মোঃ ইমরান, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর,
নিরাপদ সড়ক চাই (নিসচার) সংগঠনের জেলা আহ্বায়ক এম এ লতিফ, সদস্য সচিব শেখ মহিউদ্দিন রাসেল ,জেলা শাখার সদস্য মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী ও মুসাদ্দেক আল আকিব , জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মুন্সী, জেলা ট্রাক ও ট্যাংক- লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু, চাঁদপুর সিএনজি চালিত অটো রিক্সা মালিক সমিতি সভাপতি আবুল হোসেন মজুমদারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সিদ্ধান্ত গৃহিত হয়, আগামী ২২ অক্টোবর রোববার জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সকাল ৯টায় র‌্যালি বের হয়ে চাঁদপুর শহরের ইলিশ চত্বরে গিয়ে শেষ হবে। এরপর চাঁদপুর পুরাতন বাসস্ট্যান্ডে (মাইক্রোস্যান্ড ) এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জেলা পর্যায়ের সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ , বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতা কর্মী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং নিসচার সকল সদস্যরা উপস্থিত থাকবেন।

এছাড়াও ওই দিন বাদ মাগরিব বাসস্ট্যান্ড ও লঞ্চ টার্মিনাল এলাকায় জেলা তথ্য অফিসের আয়োজনে সচেতনতা বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শিত হবে।

করেসপন্ডেনট
: আপডেট, বাংলাদেশ ০৩:০৩ পিএম, ১৭ অক্টোবর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

Share