বিনোদন

২৪ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ প্রদান

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ মঞ্চ মাতাবেন যারা। চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব মাতাবেন দেশের একঝাঁক জনপ্রিয় তারকা। পূর্ণিমা ও চঞ্চলের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে-গেয়ে দর্শকের মন মাতাবেন পপি, রিয়াজ, অপু বিশ্বাস, ফেরদৌস, ইমন, নিপুণ, জায়েদ খান, বাপ্পী ও আইরিন।

ওইদিন বিকাল সাড়ে চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেবেন। সাড়ে ছয়টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৪ মিনিটের এই সাংস্কৃতিক পর্বটি তত্ত্বাবধান করবেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। সাংস্কৃতিক পর্বের আহ্বায়ক অভিনেতা ফারুক।

২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবি নির্বাচিত হয়েছে দুটি। এগুলো হলো- বাপজানের বায়স্কোপ ও অনীল বাগচীর একদিন। সেরা নির্মাতা মোরশেদুল ইসলাম ও রিয়াজুল মাওলা, সেরা নায়ক শাকিব খান ও মাহফুজ আহমেদ, সেরা নায়িকা জয়া আহসান, আজীবন সম্মাননায় শাবানা ও ফেরদৌসি রহমান

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১০:৩০ পি.এম, ২০ জুলাই ২০১৭,বৃহস্পতিবার
ইব্রাহীম জুয়েল

Share