Home / জাতীয় / কারাগারে প্রদর্শিত আলোকচিত্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
কেন্দ্রীয় কারাগারে প্রদর্শিত আলোকচিত্র
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কারা স্মৃতি জাদুঘর পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কারাগারে প্রদর্শিত আলোকচিত্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে প্রদর্শিত আলোকচিত্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার(৫নভেম্বর) বিকেলে তিনি এ পরিদর্শন করেন।

ঐতিহ্যবাহী এ কারাগারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার সংগ্রামী জীবনের ওপর চার দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শন করা হয়। সংগ্রাম জীবনগাঁথা শিরোনামে এ প্রদর্শনের আয়োজন করে জার্নি নামের একটি সংগঠন। এতে সহায়তা করে জেল কর্তৃপক্ষ।

বিকেল ৩টা ২০ মিনিটে শেখ হাসিনা কেন্দ্রীয় কারাগারে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা, শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববিসহ অন্যরা।

প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি কারা অভ্যন্তরে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এরপর জাতীয় চার নেতার কারা স্মৃতি জাদুঘরও ঘুরে দেখেন।(জাগোনিউজ)

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৭:৩৫ পিএম, ৫ নভেম্বর ২০১৬, শনিবার
এইউ

Leave a Reply