জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী পালন

চাঁদপুরে সোমবার ২৪ মে বিকেল ৪ টায় জাতীয়কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মবার্ষিকী পালন করা হয । এ উপলক্ষে নজরুল গবেষণা পরিষদ, চাঁদপুর এর পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে কবি’র জন্মবার্ষিকী উদযাপনে আলোচনা সভা হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংক্ষিপ্ত পরিসরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী ও সাহিত্যে অবদান সম্পর্কে আলোচনা,ভাঁজপত্র উম্মোচন,কবিতা আবৃত্তি করা হয় ।

এতে সভাপতি নজরুল গবেষক সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও সাংবাদিক আবদুল গনি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন নজরুল গবেষক বীর মুক্তিযোদ্ধা এএফএম ফতেউল রাজা,আবৃত্তিকার অধ্যাপক দুলাল্ দাস,জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.বিলাল হোসেন,লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন, চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি,প্রকাশনা সম্পাদক মো.ওয়ালিদ হোসেন খান,সদস্য প্রফেসর কামাল উদ্দিন.সদস্য মো.তারিক আজিজ ,আবৃত্তিকার দ্বীপান্বিতা দাস,সদর শিক্ষক নেতা গিয়াস উদ্দিন ভূঁইয়া ও নৃ-গোষ্ঠী সংগঠনের নেতা পলাশ দে ।

জন্মদিনে কাবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কবির জীবন,সাহিত্যে অবদান এর ওপর আলোকপাত করেন।

সিনিয়র করসপন্ডেন্ট , ২৫.৫.২০২১

Share