Home / চাঁদপুর / চাঁদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম স্মরণ সভা
Gobesona Porisod

চাঁদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম স্মরণ সভা

চাঁদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম স্মরণ সভা স্বাস্থ্যসুরক্ষা ও বিধি মেনে আগামি ২৭ আগস্ট রোজ শুক্রবার বেলা ৪ টায় চাঁদপুর সাহিত্য একাডেমিতে অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে ২০ আগস্ট শুক্রবার বেলা ৫ টায় নজরুল গবেষণা পরিষদ,চাঁদপুরের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নজরুল গবেষণা পরিষদ,চাঁদপুরের সভাপতি ও মতলব ডিগ্রি কলেজের অধ্যাপক মোশারেফ হোসেন।

সাধারণ সম্পাদক আবদুল গনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে প্রস্তাবনামূলক ব্ক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মো.মোখলেছুর রহমান ভূঁইয়া, প্রকাশনা সম্পাদক অধ্যাপক মো.ওয়ালিদ খান,লেখক পরিষদের সভাপতি ও এ সংগঠনের নির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

সভায় বক্তাগণ বর্তমান করোনা বৈর্শি^ক মহামারীর কারণে স্বল্প পরিসরে ও সকল প্রকার স্বাস্থ্য বিধি মেনে এ স্মরণসভা আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ২৯ আগস্ট ১৯৭৬ সাল,১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। নজরুল ইন্সিটিটিউট,ঢাকার সাথের পরামর্শক্রমে বর্ষপুঞ্জের পরিক্রমার কারণে কবির মৃত্যু দিবসটি ২৯ আগস্ট হলেও এবার ১৪২৮ বঙ্গাব্দের ১২ ভাদ্রই কবির ৪৫তম মৃত্যুবার্ষিকীর ‘স্মরণ সভা’ পালনের উদ্যোগ নেয় চাঁদপুরের নজরুল গবেষণা পরিষদ।

এ ছাড়াও চাঁদপুরে কবির শ্রেষ্ঠ কবিতা ‘ বিদ্রোহী’ রচনার শতবর্ষ পূর্তি আগামি ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। ঐ অনুষ্ঠানে করোনা পরিস্থিতির নেতিবাচক প্রভাব না থাকলে জাতীয় কবির পৌত্রি খিল খিল কাজীকে আমন্ত্রণ জানানো হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সাধারণ সম্পাদক আবদুল গনি সংগঠনের ষান্মাসিক রির্পোট পেশ করেন।

সিনিয়র করেসপন্ডেন্ট,২২ আগস্ট ২০২১
এজি