Saturday, 18 July, 2015 11:03:36 AM
চাঁদপুর টাইমস ডেস্ক:
গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ-উল ফিতরের প্রধান জামাত। ১৮ জুলাই শনিবার সকাল সাড়ে ৮টায় দেশের প্রধান এ ঈদের জামাতে ইমামতি করেছেন চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা জালালুদ্দিন আল কাদেরী।
এতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, মন্ত্রি পরিষদ সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, আইনজীবী ও নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।
এর আগে সকাল সাড়ে ছয়টা থেকে গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসুল্লিরা জাতীয় ঈদগাহে আসতে শুরু করেন।
সকাল ৮টা বিশ মিনিটে ঈদগাহ ময়দানে পৌঁছান রাষ্ট্রপতি। এরপর তিনি সবাইকে ঈমাম সাহেবের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানান। পরে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মাওলানা জালালুদ্দিন আল কাদেরী দেশবাসী ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে দোয়া করেন। এরপর সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
এদিকে ময়দানের নিরাপত্তা রক্ষায় পিজিআর, র্যাব, আনসার, পুলিশ বাহিনী ছাড়াও গোয়েন্দা বাহিনীর সদস্যরা কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করেছেন।
সকাল থেকে বৃষ্টি হলেও তা উপেক্ষা করে ব্যাপক সংখ্যক মুসুল্লি জাতীয় ঈদগাহের এ প্রধাণ জামাতে অংশ নিয়েছেন। এতে সার্বিক আয়োজনে সহায়তা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
চাঁদপুর টাইমস ডেস্ক : প্রতিনিধি/এমএএ/২০১৫।
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনেপূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur