এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে ধানের শীষ মার্কার সমর্থনে মতবিনিময় সভার আয়োজন করেছে জেলা জাতীয় পার্টি।
রোববার সকালে শহরের বিপনীবাগ পৌর সুপার মার্কেটের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বক্তব্যে বলেন, তারেক রহমান আগামীদিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। সেই দিনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের জনগন। আগামী ১২ ফেব্রুয়ারী চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জাতীয়পার্টিও চায় আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসুক।
চাঁদপুর জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরু মিজির সভাপতিত্বে ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম ও পৌর জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ ফেরদৌস খাঁনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন হিরু, জেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক গোলাম নবী লিটন, দপ্তর সম্পাদক শাহজাহান মাতাব্বর, যুব বিষয়ক সম্পাদক হান্নান ঢালী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব কামরুল ইসলাম, জেলা মহিলা পার্টির সদস্যসচিব শাহিনা স্বপ্না, হাইমচর উপজেলা জাতীয়পার্টির সভাপতি সিরাজ সর্দার, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, রামপুর ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি আলম তালুকদার।
এ সময় পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, হাজী মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, আফজাল হোসেন, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরু মিজি বলেন, আমরা যেহেতু স্বাধীনতার পক্ষের শক্তির দল। আর চাঁদপুর-৩ আসনে জাতীয়পার্টির কোন প্রার্থী নেই, তাই আমরা ধানের শীষের প্রার্থীকে সমর্থন করবো। তবে এটি আমাদের দলীয় লিখত কোন সিদ্ধান্ত নয়, বিষয়টি কেন্দ্রীয় মহাসচিব ও জেলা সভাপতিকে জানানো হয়েছে। ধানের শীষ প্রার্থী মানিক ভাই অত্যন্ত ভালো লোক। বিগত সময়ে তিনি আমাদের কোন লোককে হয়রানি বা বিরক্ত করেন নাই। এই নির্বাচনে সক্রিয়ভাবে আমরা কাজ করবো।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
২৫ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur