Home / চাঁদপুর / চাঁদপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
চাঁদপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁদপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁদপুুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় জেলা বিএনপির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, চাঁদপুরে জাতীয়তাবাদী মহিলা দলকে আরো শক্তিশালী করতে হবে। মহিলা দলের প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দকে আরো সামনে এগিয়ে নিয়ে আসতে হবে। জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া সরকার বিরোধী আন্দোলনের ডাক সহসায় দিবেন ওই আন্দোলনে চাঁদপুর জেলা মহিলা দলকে ভূমিকা রাখতে হবে। তাছাড়া বিএনপির যে কোন কর্মকান্ডে জেলা মহিলাদল, সদর থানা মহিলাদল ও পৌর মহিলাদলকে অংশগ্রহণ করতে হবে। তাহলেই মহিলাদল চাঁদপুরে ঘুরে দাড়াতে পারবে।

এসময় চাঁদপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেতৃ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. মুনিরা চৌধুরির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার লাকির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিমুল্যাহ সেলিম। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, সদর থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাছরিন আক্তার, শহর মহিলা দলের সভাপতি জোহরা আনোয়ার হিরা, সাধারণ সম্পাদক শাহিনা আক্তার শানু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী, মাহবুব আনোয়ার বাবলু, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হরুনুর রশিদ, বিএনপি নেতা মোহাম্মদ আলী প্রমুখ।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ১০ : ৩০ পিএম, ০৯ সেপ্টেম্বর, ২০১৭ শনিবার
এইউ

Leave a Reply