চাঁদপুরের কচুয়ায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বনার্ঢ্য র্যালী, আলোচনা সভা,সম্মাননা,সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
‘প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ এ শ্লোগানে শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়।
র্যালী শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার কে.এম সোহেল রানা’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল।
এ সময় কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আতাউল করিম, সাধারন সম্পাদক মো. এমদাদ উল্যাহ, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক-সংগঠনের সদস্যবৃন্দ সহ অন্যন্যারা উপস্থিত ছিলেন ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur