জাতীয় প্রেস ক্লাবের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন। ক্লাবের দ্বিতীয় শীর্ষ পদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্যামল দত্ত।
শনিবার রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল।
ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে জয়ী ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৭ ভোট। তার বিপরীতে বিএনপি সমর্থিত প্যানেল থেকে কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে জয়ী শ্যামল দত্ত পেয়েছেন ৪৯৬ ভোট। তার বিপরীতে বিএনপি সমর্থিত প্যানেল থেকে ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট, যিনি আগের কমিটির একই পদে ছিলেন।
বার্তা কক্ষ, ৩১ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur