চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে ৮ম বারের মতো পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ সামনে রেখে চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।

প্রধান অতিথি বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সড়কে নিরাপত্তা নিশ্চিতে যথাযথভাবে প্রশিক্ষিত শিক্ষার্থী ও যুবসমাজের কার্যকর অংশগ্রহণ সড়কে দুর্ঘটনা, বিশৃঙ্খলা ও অনিয়ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

পরে সভায় শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষকে সড়কে সর্তক ভাবে চলাচলের জন্য সড়কে দুর্ঘটনা এড়াতে প্রজক্টরের মাধ্যমে সরকারের বিভিন্ন পরিকল্পনার সচিত্র চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার ওপর জোর দেয়া হয়।

চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথ আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ, চাঁদপুরের সহকারী পরিচালক আনোয়ার হোসেন।

এছাড়া আরও বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই,চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, ব্র্যাকের প্রতিনিধি সেলিম মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সকলকে নিরাপদ সড়ক দিবসের শপথ বাক্য পাঠ করানো হয়।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ২২ অক্টোবর ২০২৪

Share