বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগষ্ট) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে জোড়পুকুরপাড়, বায়তুল আমিন চত্ত্বর, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, ছায়াবানী মোড়, নতুনবাজার হয়ে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সেলিম উল্যাহ সেলিম। তিনি তার বক্তব্যে বলেন, আমরা এখনো আন্দোলন সংগ্রামে অব্যাহত আছি। শেখ হাসিনা না থাকলে আন্দোলন সংগ্রাম হয় না একথা সঠিক নয়। আজকে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। বাংলার মানুষ বিএনপিকে সমর্থন করে। আর নব্য শক্তিরা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পাকিস্তানের দালাল জামায়াতে ইসলামী ও নাবালক দল যাদের নিবন্ধন নেই, সেই এনসিপি ও কিছু ধর্ম ব্যবসায়ীরা জানেনন, দেশে সুষ্ঠ নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবেনা। তাই তারা পিআর পদ্ধতি সমর্থন করে।
তিনি আরো বলেন, আজকে আমরা শপথ নিতে চাই, বিএনপি কি এখনো ক্ষমতায় আসছে, আমরা এখনোও ক্ষমতায় আসি নাই। শুধু স্বেচ্ছাসেবকদল নয়, বিএনপি সহ সর্বস্তরের নেতাকর্মীরা এ কথাটা স্বরণ রাখতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাসুদ মাঝি।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সাছুল আরেফিন খানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সামছুল আলম সূর্য।
এসময় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, পৌর বিএনপির সদস্যসচিব অ্যাড. হারুনুর রশিদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম নজু, জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার হামিদ, সদস্যসচিব মনির হোসেন মুন্না, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবু হানিফ কাকন, সদস্যসচিব পীরজাদা জুনায়েদ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুরের পর থেকে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল জেলা বিএনপির কার্যালয়ে মিলিত হয়। সবশেষে শহীদ মিনার সংলগ্ন অঙ্গিকারের পেছনে রেললাইনের পাশে বৃক্ষ রোপণ করা হয়।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/১৯ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur