শিক্ষকদের মূল্যায়ন করে সরকার জাতি গঠনে কাজ করছে :পরিকল্পনা প্রতিমন্ত্রী

শিক্ষকরা জাতির হাতিয়ার,আমাদের অর্থনীতিও শক্তিশালী। ২০৪১ সালে দেশে আর কোনো দরিদ্র থাকবে না। প্রধানমন্ত্রী দুর্নীতি পছন্দ করেন না,কেউ দূর্ণীতি করলে ছাড় পাবেন না।

বুধবার বিকেল চারটায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম মোহন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার হাতিয়ার,তাই শেখ হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থার উপর সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন। তাই শিক্ষকদের বেতন ভাতাও বৃদ্ধি করেছে।’

শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন,‘আপনারা একটু আন্তরিক ভাবে শিক্ষার্থীদের পাঠদানের প্রতি যত্নবান হবেন। কোনরকমের দুর্নীতি বরদাস্ত করা হবে না ‘

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব এড.নুরুল আমিন রুহুল।

মতলব দক্ষিণ উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ,মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান।

অনুষ্ঠান শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম সম্মাননা গ্রন্থ শিক্ষকদের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত,মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুবিন সুজন,মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু সহ সামাজিক,রাজনৈতিক, সাংবাদিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

মাহফুজ মল্লিক , ৬ অক্টোবর ২০২১
এজি

Share