Home / জাতীয় / জাতি আজ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় নিপতিত
জাতি আজ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় নিপতিত

জাতি আজ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় নিপতিত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, মানুষের জান-মালের নিরাপত্তা দিতে এ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তিনি গভীর শঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশে আইনের শাসনের অনুপস্থিতিতে-সমগ্র জাতি আজ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় নিপতিত হয়ে পড়েছে।

শনিবার রাতে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
শনিবার জাগৃতি প্রকাশনী’র স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে তার কার্যালয়ে কুপিয়ে হত্যা এবং অপর আরেকটি প্রকাশনী সংস্থা ‘শুদ্ধস্বর’র কার্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানটির কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিন জনকে কুপিয়ে আহত করার ঘটনায় খালেদা জিয়া গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এধরনের কাপুরোষোচিত হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

বিএনপি চেয়ারপার্সন তার বিবৃতিতে নিহত ফয়সাল আরেফিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, নিহত ফয়সাল আরেফিন দীপন জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত একজন নিবেদিত সংগঠক ছিলেন।

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক: ।। ।। আপডেট ২:২৭ এএম ০১ নভেম্বব, ২০১৫ রোববার

/ডিএইচ