শিল্প-সাহিত্য

জাতির পিতাকে নিয়ে আশিক বিন রহিমের কবিতা

একটি আঙুল : আশিক বিন রহিম

কবি তোমার ওই ডান হাতের তর্জনী আঙুলটা আমাকে দাও
বিশ্বাসে- ভালোবেসে, প্রেমে অথবা স্নেহভরে উত্তরাধিকারে।
সে আঙুল আমি বুকের মাঝখানে রেখে দিবো-এঁকে দিবো লাল হৃদপিন্ডে তোমার নাম; বাংলাদেশ।

কবি আমাকে তুমি দাও অদৃশ্য ক্ষমতার
উর্ধ্বাকাশমুখি- তেজদীপ্ত ওই এক টুকরো আগুন;
যার এক ইশারায় কোটি কোটি চোখ জেগে উঠে ঘুম থেকে; আকাশ আর মাটিকে কম্পিত করে মুখে মুখে গর্জে উঠে শ্লোগান ‘জয় বাংলা’।

যে আঙুলের ইশারায় কৃষক-শ্রমিক নারী অথবা পুরুষেরা এক মঞ্চে দাঁড়িয়ে খুলে দেয় বুকের হেরেম- লাল টকটকে হৃদপিন্ড রক্তের বোতাম; নিরস্ত্র হাত মুষ্টি করে বাতাসে ঝংকার তোলে গেয়ে উঠে গান- মুক্তির রণসঙ্গীত।

প্রিয় কবি, সখা আমার
তুমি আমার পিতা, ১৬ কোটি বাঙালির চোখ;চোখের স্বপ্ন
স্নেহের আঁচল অথবা বিশ্বাসের বিশাল বটবৃক্ষ কোনো।
আমি তোমার মতো প্রেমিক হতে চাই; প্রয়োজনে আগুন হবো
সিডর কিংবা নার্গিস হয়ে ধুলোয় মিশিয়ে দিবো শোষণ,
দুঃশাসন নির্যাতন-নিপীড়ন ক্ষুধা আর দারিদ্র্যের নির্লজ্জ ক্রন্দন।

কবি তোমার ডান হাতের ওই তর্জনী- সুগন্ধি ফুল আমাকে দাও
আমি তা সযত্নে রেখে দিবো বুকে- গোপনে হৃদয়ের অনেক গহীনে।

যদি আবার কখনো ঝড় আসে পঁচিশে মার্চ কালো রাত হয়ে
যদি ধ্বংসরা মেতো উঠে নগ্নতায়; লাশের মিছিল, চোখের জল,
কান্নার আওয়াজ আকাশ-বাতাসে কাঁপন তোলে,
যদি বা হায়েনারা নেচে ওঠে তোমার লাল-সবুজের মানচিত্রে-
তবে তোমার ওই ডান হাতের তর্জনী আঙুল শুন্যে উঁচিয়ে আমিও গাইবো অবিরাম…
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’

: আপডেট, বাংলাদেশ সময় ০১:৩০ এএম, ১৫ আগস্ট ২০১৬, সোমবার
ডিএইচ

Share