জাতির উদ্দেশে আজ সন্ধ্যায় (শুক্রবার) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের চার বছর পূর্তি ও শেষ বর্ষে পদার্পণ উপলক্ষেই এই ভাষণ।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে ভাষণ সম্প্রচার করা হবে।
রেওয়াজ অনুযায়ী সরকারের প্রতিটি বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে থাকেন প্রধানমন্ত্রী। এই ভাষণে সরকারের বিভিন্ন সাফল্য ও কর্মপরিকল্পনার বিষয়গুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। এবার নির্বাচনের বছর হওয়ায়, তার ভাষণটি অনেক গুরুত্ব বহন করবে। কারণ এতে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
গেলো বুধবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর এই তথ্য জানিয়েছিলেন।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়। ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভা শপথ নেয়।
নিউজ ডেস্ক:
আপডেট,বাংলাদেশ সময় ৩:১০ পিএম, ১২ জানুয়ারি ২০১৮,শুক্রবার
এএস