চাঁদপুরে জাটকা সংরক্ষণে ৮১৪ অভিযানে ৩৪৭ টি মামলা

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার করার অপরাধে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৮১৪ টি অভিযান ও ৩৪৭ টি মামলা দায়ের করা হয়েছে । জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন,পুলিশ ,নৌ-পলিশ , কোস্টগার্ড ও সংশ্লিষ্ঠ মৎস্য কর্মকর্তগণ এ অভিযান পরিচালনায সম্পৃক্ত ছিলেন।

এ ছাড়াও ১৬২ টি মোবাইল কোর্ট পরিচালনার ম্ধ্যামে ৮৫ লাখ মিটার কারেন্ট জাল আটক ও ৩৯ মে.টন জাটকা জব্দ করেছে। ৩৪৭ টি মামলা পরিচালনা করে ৩৭১ জনকে জেলে প্রেরণ করেছে ।

২ মে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রেরিত দৈনিক প্রস্তুতকৃত রির্পোট মতে এ তথ্য জানা গেছে ।

প্রসঙ্গত ‘ প্রতিদিন জাটকা রক্ষায় চাঁদপুর পদ্মা-মেঘনার ১শ কি.মি নৌ-সীমানায় বেলা ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্্েয ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দু’মাস জাটকা রক্ষায় পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ,ক্রয়-বিক্রয়,মওজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।

আইন অমান্যকারীর বিরুদ্ধে সর্বোচ্চ দু’বছরের কারাদন্ড বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রয়েছে।

আবদুল গনি
৩ মে ২০২৩

Share