চাঁদপুর

চাঁদপুরে জাটকা ধরার দায়ে ৯ জেলের কারাদণ্ড

চাঁদপুর মেঘনা নদীর মোহনা ও রাজরাজেশ্বর এলাকা থেকে জাটকা ইলিশ ধরার অপরাধে আটক ৯ জেলের প্রত্যেকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর নৌ-থানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ন চন্দ্র পাল।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হচ্ছেন- মতলব উত্তর উপজেলার দক্ষিণ রাপমুরের মো. রাসেল (৩০), মুক্তি পল্লি গ্রামের মো. মনসুর আলী (৪৫), কুমিল্লা জেলার মেঘনা থানার চাল্লী ভাঙ্গা গ্রামের সোহরাব (৪২), জাকির হোসেন (২৩), রুবেল (২০), মো. দিনার (২৫), আলম (২০), দ্বীন ইসলাম (২২) ও আনোয়ার হোসেন (৩২)।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী জানান, রাতের অভিযানে রাসেল ও মনসুরকে আটক করা হয়। ভোর ৫টা থেকে অভিযান চালিয়ে বাকীদের আটক করে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ।

এ সময় জেলেদের কাছ থেকে ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল, ৫টি ইঞ্জিন চালিত মাছ ধরার কাঠের নৌকা, ২হাজার পিচ লং লাইন বরশি ও ১০ কেজি পাঙ্গাস মাছের পোনা জব্দ করা হয়। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক

Share