চাঁদপুরের দায়িত্বরত কোস্ট গার্ডের অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে বুধবার (১মার্চ) ভোর রাত পৌনে ৫টা পর্যন্ত চাঁদপুরের স্টেশান কমান্ডার সাব লেফ্টেন্যান্ট এম আতাহার আলী বিএন এর নেতৃত্বে এঅভিযান চালানো হয়।
চাঁদপুর কোস্ট গার্ড সদস্য মো. মকবুল হোসেন, এসসিপিও(এক্স) এর একটি অপারেশান দল অভিযানে অংশ নেয়।
চাঁদপুর মেঘনা মোহনায় অভিযান চালিয়ে এমভি জাহিদ-৭ হতে ৬০ কেজি জাটকা জব্দ করে।
জব্দকৃত জাটকা ইলিশের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা বলে জানায় কোস্ট গার্ড।
জব্দকৃত জাটকা স্থানীয় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মাদ্রাসা, এতিমখানা, গরিব ও দু:স্থদের মাঝে বিতরণ করা হয়।
নিউজ ডেস্ক
।। আপডটে,বাংলাদশে সময় ১০ : ২৪ পিএম, ০১ মার্চ ২০১৭ বুধবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur