চাঁদপুরের মোহনায় যাত্রীবাহী এমভি রাসেল ৫ লঞ্চে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে ৪০ কেজি জাটকা জব্দ করেছে চাঁদপুর নৌ-পুলিশ।
নৌ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. শহীদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযানে চালান। এসময় কাউকে গ্রেফতার করা যায়নি।
উপ-পরিদর্শক মো. শহীদুল ইসলাম বলেন, গভীর রাতে ঢাকাগামী এমভি রাসেল ৫ লঞ্চে অভিযান চালাই। এসময় লঞ্চ থেকে ৪০ কেজি জাটকা উদ্ধার করা হয়। কিন্তু এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
তিনি বলেন, কোন অবস্থাতেই নদীতে জাটকা নিধন করা যাবে না। জাটকা নিধনে জড়িতদের কোন ছাড় দেওয়া হবে না। জাটকা নিধনরোধে এই অভিযানের ধারা আগামীতেও অব্যাহ থাকবে।
প্রতিবেদক-কবির হোসেন মিজি
।। আপডটে, বাংলাদশে সময় ১০ : ২৩ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur