চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে পিকআপ বোঝাই জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। ৬ এপ্রিল সোমবার ভোরে চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়নের গাজী ব্রিজের পাশ থেকে পিকআপসহ ৫শ কেজি জাটকা জব্দ করা হয়।
চাঁদপুর মডেল থানার এসআই পলাশ বড়ুয়া জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জাটকা পাচার হচ্ছে। এসময় অভিযান করে পিকআপ ভর্তি জাটকা পাই। কিন্তু পিকআপ কে (ঢাকা মেট্টো ন ১৩-৪৯৭০) কোন চালক বা হেলপার আটক হয়নি।
এদিকে জব্দকৃত জাটকা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহেদ পারভেজ চৌধুরীর নেতৃত্বে সোমবার দুপুরে চাঁদপুর মডেল থানায় অসহায় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ কামাল হোসাইন ও চাঁদপুর সদর উপজেলার মৎস্য কর্মকর্তা সজীব ভট্রাচার্য, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক,৬ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur