চাঁদপুর

জাটকার আড়তদারদের অর্থদন্ড দিতে হবে : জেলা প্রশাসক

‘অসাধু আড়তদারদের সহযোগীতায় জেলেরা নদীতে নামার সাহস পাচ্ছে। এসব আড়তদাররা প্রয়োজনে বড় ধরনের অর্থদন্ড দিতে হবে যাতে করে তারা আর জেলেদের নদীতে নামাতে না পারে।’

জাটকা সংরক্ষণ সফল করার লক্ষে চাঁদপুর জেলা টাস্কফোর্সের সভা সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপত্বি করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

তিনি তার বক্তব্যে বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহা-২০১৬ সফল করার লক্ষ্যে সরকার দুই মাস নদীতে সকল প্রকার মাঝ ধরা নিষিদ্ধ করেছে। যে কোনো মূল্যেই হোক জাটকা রক্ষা করে এই কার্যক্রম আমাদের সফল করতে হবে। কিছু অসাধু আড়তদারদের সহযোগিতায় জেলেরা নদীতে নামার সাহস পাচ্ছে। এসব আড়তদাররা প্রয়োজনে বড় ধরনের অর্থদন্ড দিতে হবে যাতে করে তারা আর জেলেদের নদীতে নামাতে না পারে।’

তিনি আরো বলেন, ‘এই অভিযানকে সফল করতে হলে আমাদের আরো তৎপর হতে হবে। জাটকা পাচার বন্ধে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসাতে হবে। আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে আমার বিশ্বাস এবারও আমরা সফল হবো।’

সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হাই, পুলিশ সুপার শামসুন্নাহার, নৌ-পুলিশ সুপার জোবায়দুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান, কোস্টগার্ড কমান্ডার এনায়েত উল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মো. মাকসুদুল আলম প্রমুখ।

এসময় জেলা টাস্কফোর্সের অন্যান্য কর্মকর্তা, মৎস্যজীবী নেতা ও স্থানীয় প্রিন্ট এবং ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

: আপডেট ০৭:০৫ পিএম, ২১ মার্চ ২০১৬, সোমবার
ডিএইচ

Share