Home / চাঁদপুর / জাকের পার্টি য‌দি ক্ষমতায় আ‌সে তাহ‌লে গরী‌বের কুঁড়ে ঘরই হ‌বে গণভবন
জাকের

জাকের পার্টি য‌দি ক্ষমতায় আ‌সে তাহ‌লে গরী‌বের কুঁড়ে ঘরই হ‌বে গণভবন

চাঁদপুর-৩ সদর ও হাইমচর উপ‌জেলা জা‌কের পা‌র্টি কর্তৃক আ‌য়ো‌জিত ইউনিয়ন ভি‌ত্তিক জনসভা ও র‌্যালি অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ৩০ অক্টোবর বৃহস্প‌তিবার বি‌কে‌লে শহ‌রের শহীদ মিনার প্রাঙ্গ‌ণে অনু‌ষ্ঠিত জনসভায় ভাচুয়া‌লি প্রধান অতি‌থির বক্তব্য রা‌খেন জা‌কের পা‌র্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল মুজা‌দ্দেদী।

এসময় তি‌নি ব‌লেন, আপনারা দে‌খে‌ছেন রাজ‌নৈ‌তিক দলগু‌লো মধুর মধুর কথা ব‌লে ভোটা‌রের ভোট নি‌য়ে ক্ষমতায় গিয়ে রক্ত চুষে খাচ্ছে। মিথ্যাবাদী রাজ‌নৈ‌তিক দলগু‌লো‌কে আপনা‌দের বিতা‌রিত কর‌তে হ‌বে। তা না হ‌লে আমা‌দের দেশে শা‌ন্তি ও সমৃদ্ধ কখ‌নো হ‌বে না। আমরা বিশ্বাস ক‌রি ঐক্যবদ্ধভা‌বে দেশ‌কে এ‌গি‌য়ে নি‌তে জা‌কের পা‌র্টির বিকল্প নেই। জা‌কের পা‌র্টি দে‌শের মানু‌ষের শা‌ন্তি ও সমৃ‌দ্ধির জন্য অতদ্রপ্রহরী হ‌য়ে কাজ ক‌রে যা‌বে। জা‌কের পার্টি য‌দি ক্ষমতায় আ‌সে তাহ‌লে গরী‌বের কুঁড়ে ঘরই হ‌বে গণভবন। আ‌মি ম‌নে ক‌রি দেশবাসী আর ভুল কর‌বে না। জা‌কের পা‌র্টির গোলাপ ফু‌লে ভোট দেওয়ার জন্য আপনারা সক‌লের কাছে যা‌বেন। আমার কখ‌নো কা‌রো প্রতি নির্যাতন ক‌রি নাই, আমা‌দের নেতাকর্মীরা কখ‌নো কা‌রো প্রতি জুলুম অত্যাচার ক‌রে নাই। তাই জা‌কের পা‌র্টি আজ দেশের গণমানু‌ষের দ‌লে প‌রিনত হ‌য়ে‌ছে।

সাংগঠ‌নিক দ‌ক্ষিণ জেলা চাঁদপু‌রের সভাপ‌তি আলহাজ্ব কাজী মাহবুবুর রহমানের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য রা‌খেন জা‌কের পার্টি কেন্দ্রীয় ক‌মি‌টির সি‌নিয়র ভাইস চেয়ারম্যান ড. সা‌য়েম আমীর ফয়সাল, জা‌কের পা‌র্টির কেন্দ্রীয় সভা‌নেত্রী ফারাহ আমীর ফয়সাল। জনসভা শে‌ষে নেতাকর্মী‌দের অংশগ্রহ‌ণে এক‌টি বর্ণাঢ্য র‌্যা‌লি বের হ‌য়ে শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ শে‌ষে জনসভাস্থল শহীদ মিনার প্রাঙ্গ‌ণে এ‌সে শেষ হয়।

সিনিয়র স্টাফ রিপোর্টার/
৩০ অক্টোবর ২০২৫