জাকের নায়েক ও শাহরুখের টকশো : দাঁড়ি বিষয়ে যা বললেন (ভিডিওসহ)

বেশ কিছুদিন আগে ভারতের এনডিটিভিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ডঃ নায়েক, শাহরুখ খান সহ ভারতের আরো কয়েকজন বিখ্যাত ব্যক্তি উপস্থিত ছিলেন।

ডঃ নায়েক উত্তর দিলেন ঠিক এভাবেঃ
ভাই শাহরুখ, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। সাধারণ পরীক্ষার প্রশ্নে নানা ধরনের আইটেম থাকে। কোনটাতে নাম্বার বেশি, আবার কোনটাতে কম। ঠিক ইসলামকে যদি আমরা এভাবে ভাগ করি, যেমন ধরুন নামাজের জন্য ২০, রোজার জন্য ২০, এভাবে দাঁড়ির জন্য আপনি ৩ নাম্বার ধরতে পারেন। এখন আপনি যদি পরকালে A+ প্রত্যাশী হন, তাহলে আপনার জন্য এক নাম্বারও গুরুত্বপূর্ণ। আর যদি কোন রকমে পাশ করতে চান, তাহলে দুই-এক নাম্বার ছাড়তে পারেন। শুধু পাশ করার আকাঙ্ক্ষা থাকলে ফেল করার আশঙ্কা প্রবল! যেখানে আপনি চিরকাল থাকবেন, সেখানে কি A+ না পেলে চলে?
আপনি তো এখনকার একজন ভিআইপি, ওকালে কি ভিআইপি না হলে চলে? আর ভিআইপি হতে গেলে কিন্তু এক নাম্বারও ছাড়া যাবেনা…!

এ বিষয়ে ভিডিওতে ডা. জাকের নায়েকের মুখ থেকে শুনুন-


দেখুনও ওই টকশোর মূল ভিডিওটি–

Share