দেশের মাটিতে নেমে জাইমা রহমানের ফেসবুক পোস্ট
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। দেশের মাটিতে পা রেখেই নিজের ফেসবুক পেজে বিমানের ভেতরের একটি ছবিসহ আবেগঘন পোস্ট দিয়েছেন জাইমা রহমান।
পোস্টটিতে জাইমা রহমান লিখেছেন— “অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!” ছবির ক্যাপশনে তাঁর এই সংক্ষিপ্ত কিন্তু গভীর বার্তায় দীর্ঘ ১৭ বছরের দেশছাড়া থাকার বেদনা এবং প্রিয় জন্মভূমিতে ফেরার পরম তৃপ্তি ফুটে উঠেছে। ছবিতে দেখা যাচ্ছে, বিমানে পাশাপাশি বসে আছেন তারেক রহমান, ডা. জুবাইদা রহমান এবং হাস্যোজ্জ্বল জাইমা রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হওয়ার পর এটিই ছিল দেশের মাটিতে তাঁদের প্রথম যাত্রাবিরতি।
সিলেটে প্রায় এক ঘণ্টার সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি এখন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে অবতরণের পর তারেক রহমান সরাসরি ৩০০ ফিটের বিশাল গণসংবর্ধনা সমাবেশে যোগ দেবেন।
২০০৮ সালে দেশ ছাড়ার সময় জাইমা রহমান ছিলেন এক কিশোরী। আজ দীর্ঘ দেড় যুগ পর একজন পেশাদার ব্যারিস্টার হিসেবে বাবার সঙ্গে তার এই প্রত্যাবর্তন বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। জাইমার এই ফেসবুক পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার মানুষ তাঁদের স্বাগত জানিয়ে মন্তব্য করছেন।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২৫ ডিসেম্বর ২০২৫